মাত্র ৪০ টাকায় ৭০০টি ইলিশ!
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৫ ইং, ৩:১২ অপরাহ্ণ | সংবাদটি ১০৩৯ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স:: দেশ জুড়ে যখন ইলিশের আকাল। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ইলিশ মাছ। তখন ৭০০ টি ইলিশ মাছ বিক্রি হয়েছে মাত্র ৪০ টাকায়।
শনিবার সকাল ১০ টার দিকে পিরোজপুরের ভারিয়া উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের জনৈক বাসিন্দা (নাম প্রকাশের অনিচ্ছুক) এক মাছ বিক্রেতার নিকট থেকে ৭০০টি ইলিশের পোনা মাত্র ৪০ টাকায় কিনেছেন।
মাছ বিক্রেতা তার নাম প্রকাশ না করা শর্তে জানান আমার বাড়ি ভাারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নে। কঁচা নদীতে বেন্দিজাল পাতা এক জেলের কাছ থেকে আমি প্রায় বিশ কেজি এরকম ইলিশের পোনা কিনেছি।
তিনি জানান, প্রতিদিন অন্তত ৫০ জন জেলে কঁচা নদীর তেলিখালী, জুনিয়া, হরিণপালা ও চরখালী এলাকায় বেন্দি জাল পেতে অগনিত ইলিশের পোনা সহ নানা প্রজাতির মাছের পোনা নিধন করছে। সূত্র দৈনিক মানবকণ্ঠ
শনিবার সকাল ১০ টার দিকে পিরোজপুরের ভারিয়া উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের জনৈক বাসিন্দা (নাম প্রকাশের অনিচ্ছুক) এক মাছ বিক্রেতার নিকট থেকে ৭০০টি ইলিশের পোনা মাত্র ৪০ টাকায় কিনেছেন।
মাছ বিক্রেতা তার নাম প্রকাশ না করা শর্তে জানান আমার বাড়ি ভাারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নে। কঁচা নদীতে বেন্দিজাল পাতা এক জেলের কাছ থেকে আমি প্রায় বিশ কেজি এরকম ইলিশের পোনা কিনেছি।
তিনি জানান, প্রতিদিন অন্তত ৫০ জন জেলে কঁচা নদীর তেলিখালী, জুনিয়া, হরিণপালা ও চরখালী এলাকায় বেন্দি জাল পেতে অগনিত ইলিশের পোনা সহ নানা প্রজাতির মাছের পোনা নিধন করছে। সূত্র দৈনিক মানবকণ্ঠ