লেখা আহবান
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০১৫ ইং, ৮:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার : মাসিক মাকুন্দা সম্পাদক ও গীতিকার মো. খালেদ মিয়া’র ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট বিভাগ থেকে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। আগ্রহী লেখক-লেখিকা আগামী ২০ এপ্রিলের মধ্যে নিম্ম ঠিকানায় লেখা পাটানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। লেখা পাঠানোর ঠিকানা বাসিয়া প্রকাশনী স্টেশন রোড, পুলের মুখ, সিলেট। বসধরষ : নধংযরধংুষ@যড়ঃসধরষ.পড়স