জগন্নাথপুরের পল্লীতে দুই দফা সংঘর্ষে আহত ২০
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৫ ইং, ৭:০২ অপরাহ্ণ | সংবাদটি ১০৩৯ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পল্লীতে দুই দফা সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নয়া চিলাউড়া গ্রামের সুলতান মিয়ার শিশু পুত্র স্কুল ছাত্রকে নির্যাতনের ঘটনা নিয়ে সুলতান মিয়া ও আবরু মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ এবং মামলা-মোকদ্দমা চলে আসছে। মামলায় আবরু মিয়া সুনামগঞ্জ জেল হাজতে থাকলেও তার পক্ষের লোকজন প্রতিশোধ পরায়ন হয়ে উঠেন। এরই জের ধরে গত শুক্রবার রাত ৮ টার দিকে প্রতিপক্ষের হামলায় সুলতান মিয়া পক্ষের মন্তেশ্বর আলী (৫৫), সাজন মিয়া (২৬), জাকারুন ইসলাম (১৫), আজিজুর রহমান (৩৫), ফয়জুর রহমান (২৫) ও শেওলা বেগম (২০) সহ ৬ জন আহত হন। এ নিয়ে রাত ১২ টার দিকে আবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মুকাব্বির হোসেন (১৮), আলী হোসেন (৩১), শাহীন মিয়া (২০), মোহন মিয়া (২২), আকরামুল ইসলাম (১৭), কালন বিবি (৪০), মজনু মিয়া (৩৮), ময়না মিয়া (৩৫), সুজন মিয়া (২৫), ফখরুল ইসলাম (২৬), আংগুর মিয়া (৪০), রবিউল ইসলাম (২২) সহ আরো ১৪ জন আহত হন। তাদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনায় নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের শনিবার সকালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত মুকাব্বির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।