রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৫ ইং, ৯:১০ অপরাহ্ণ | সংবাদটি ১১৫১ বার পঠিত
উপমহাদেশের প্রখ্যাত দানবীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, লামাকাজীস্থ রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী একক অর্থায়নে পরিচালিত রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে ১৫ই আগস্ট মহান জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ জনাব এ.কে.এম ছিফত আলীর সভাপতিত্বে ও বাংলার প্রভাষক জনাব নুর আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ মাসুক মিয়া, মোঃ নায়েব আলী, হোসাইন আহমদ, এ.কে.এম সাইফুদ্দিন, শংকর চন্দ্র পাল, গৌতম চন্দ্র সাহা, প্রভাষক ইমরান আহমদ, শাহীন আলম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্র মোঃ আবু তাহের মিছবাহ। সভাপতির বক্তব্যে এ.কে.এম ছিফত আলী বলেন, ৭৫ এর ১৫ আগস্টের হত্যাকারীরা বাঙালীর আশাভরসার কেন্দ্রবিন্দু কেবল বঙ্গবন্ধুকেই হত্যা করেনি। তারা দেশকে হাজার বছর পিছিয়ে দিয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি এবং ১৫ আগস্টের কাল রাতে শাহাদাৎ বরণকারী সকলের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন। প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা আছমত আলীর দোয়ার পরিচালনার মধে দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি