“মিছবাহ উদ্দিন আহবায়ক করে কোলচেস্টার বিএনপির আহবায়ক কমিটি গঠন”
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৫ ইং, ৮:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৮৪০ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ::-যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়স্থা চৌধুরী কুদ্দুছ ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ সম্প্রতি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য ও কোলচেস্টার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন কে আহবায়ক,আব্দুল মতিন কে যুগ্ম আহবায়ক ও সাবেক তুখোর ছাত্রনেতা ইসতিয়াক হোসেন দুদু এবং শাহ কামাল কে সদস্য নির্বাচিত করে ২১সদস্য বিশিষ্ট কোলচেস্টার বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করেন.এদিকে কোলচেস্টার বিএনপির নবনির্বাচিত আহবায়ক মিছবাহ উদ্দিন সহ নবগঠিত কমিঠির সকল নেতৃবৃন্দ কে বিশ্বনাথ উপজেলা ছাত্রদল যুবদল সমন্নয় পরিষদ ইউকে,দৌলতপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকে ও দশঘর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের নেতৃবৃন্দ অভিনন্দন জানান.